A friend in need is a friend indeed

Cover image

মানুষ খুব অদ্ভুত প্রানী। নিজের জন্য সব করতে পারে। নিজের সুবিধার জন্য সব করতে পারে। আল্টিমেটলি ধরা খেলে অন্যদের উপর নিজের দোষ চাপিয়ে দিয়ে নিজে সাধু সাঝতে পারে। আমি মানুষ হিসেবে বিশ্বস্থ না! আমাকে মানুষ বিশ্বাস করে না। যারা করে তারা হয়তো মারা খায় নয়তো পরে আমার উপর দিয়ে সব দোষ চাপিয়ে নিজে সাধু হয়ে যায়। লাস্ট দেড় মাস যাবত ফেসবুক ব্যবহার করি না। কই আমার দিন তো থেমে থাকে নাই! চলতেছে! চলবে!

এরকমভাবে কিছু মানুষ আছে আমার জীবনে যাদেরকে আমি ফ্যামিলি মেম্বারদের মত ট্রিট করছি। এমন না যে তাদের কেউ আমার জিএফ বা এই কিছু! । কিন্তু, আমার সামান্য দোষে তারা আমাকে সবসময় ভুল বুঝছে। এখনো ভুল বুঝে। তাদের কাছে , আমার ভুল > আমি। প্রথমদিকে চেষ্টা করতাম তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে। যথেষ্ট ছেচড়ামি করছি সম্পর্ক ভালো রাখতে। সামান্য ভুল হলেও দুঃখ প্রকাশ করতাম। যখন থেকে ছেচড়ামি কমিয়ে দিয়েছি তখন থেকে তারা আমাকে ছেড়ে যাওয়া শুরু করছে। ভালো সময়গুলা সহজে ভুলে গেছে। আবার যখন তাদের দোষগুলা আমি ধরা শুরু করলাম এখন সবাই চলে গেছে! আজকে সর্বশেষ ব্যক্তিটা ও চলে গেছে। তাদের সাথে আমার এই সম্পর্ক আর কখনো স্বাভাবিক হবে না। এটা মনে রাখার জন্য ই এই পোষ্ট। ভালো থাকো বন্ধুগন!  বাহ! মানুষ বন্ধুত্বের এই প্রতিদান দেয়! এজন্য ই হয়তো এই লাইনটা আছেঃ

'A friend is need is a friend indeed'