End of Life?
![Cover image](/assets/static/bulksplash-kristineweilert-tlnrtxied7k.07cc2b7.f0bdb2d2446c6e55fec21e97fad9febc.jpg)
এই কয়েকদিন হলো, কিছু মানুষকে জীবন থেকে ব্লক করে দিয়েছি। আর কখনো হয়তো তাদের সাথে কথা হবে না এই আধুনিক যুগেও। দেখা করা তো দূরে থাক! আমি তাদের ফেস দেখতেও চাই না!
এখন বাকীদের সাথে কথা বলতেও ভয় লাগে। কেনো জানো? কারণ, তারা সর্বদা আমাকে ভুল বুঝে। যেকোন বিষয় নিয়ে। যাদের সাথে সবকিছু নির্দ্বিধায় বলতে পারতাম ,জোর করে শুনাতে পারতাম তারা এখন মুক্ত। তাদের মত। তাতে অবশ্য তাদের কিছু যায় আসে না। মাঝখান থেকে এভাবে আস্তে আস্তে হয়তো কথা বলা ও কমে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। শেষ হয়ে যাবে তাদের সাথে আমার এই সম্পর্ক। হয়তো নতুন মানুষদের সাথে পরিচয় হবে ভুলে যাব তাদের। কিন্তু তারা তখনো দোষ দিতে ছাড়বে না এই বলে যে তোমার কল্যাণ এর জন্য আমি এমন করছি। কিন্তু তারা জানে না কোনটা আমার কল্যান আর কোনটা আমার অকল্যাণ! সেদিন অবশ্য অনেক লেট হয়ে যাবে!
ভালো থাকুক তারা! তাদের কল্যাণ এর জন্য যদি আমার সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগে করুন। তারা যেটা জানে না সেটা হলো আমি তাদের কল্যাণ চাই। তাদের উপর কখনোই নির্ভরশীল ছিলাম না! আমি তাদের শুভাকাঙ্খী হয়ে থাকবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত! ভালো থাকো তোমরা!
\ চল আসছে নাকি আমাদের এত বছরের বন্ধুতের "End of Life" ?
৫ই আশ্বিন ১৪২৯