Thanks

Cover image

মানুষ এমন কেন?

মানুষ খুব অদ্ভুত প্রানী। তার স্বার্থের জন্য সে সব কিছু করতে পারে! মানুষের চরিত্র নিয়ে গবেষনা করে তা সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা নেয়ার ইচ্ছা হয় মাঝে মাঝে!

ধন্যবাদঃ আরেকটা অপ্রয়োজনীয় প্রয়োজন!

ধন্যবাদ দিতে মানুষদের এত কষ্ট হয় কেন জানি না! সামান্য পরিমাণ হেল্প ও যদি কারো কাছ থেকে পাই চেষ্টা করি 'ধন্যবাদ'/'Thank You' বলার! আমি খুব ভালো 'Observer' আমি মানুষদের খুব ভালোভাবে পর্যবেক্ষন করতে পারি। আমার দেখামতে খুব কম মানুষ ই আছে যারা অন্যদের কাছ থেকে হেল্প পাওয়ার পর ধন্যবাদ বলে।

ধন্যবাদ এর প্রয়োজনীয়তাঃ

ধন্যবাদ দিতে কষ্ট করতে হয় না! মৌখিক কৃতজ্ঞতা স্বীকার সাহায্যকারীর অজানতেই সাহায্যকারীর মানসিক শান্তি প্রকাশ দেয়।

[এই পোস্টটা পরবর্তীতে আপডেট করা হবে। ধন্যবাদ]