They don't deserve to be loved!
মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু, নিজেদের মধ্যে সেরা হওয়ার জন্য তারা আমৃত লেগে থাকে। আর, কেউ কেউ তাদের জন্য সংরক্ষিত সেরা আসন গ্রহণ না করে দূরে ছুড়ে দেয়। \ \ ভাগ্যের কী নির্মম পরিস্থিতি। তাদের জন্য তারা তাদের জন্য সংরক্ষিত আসন অন্য কারোর জন্য ছেড়ে দিচ্ছে! আর, কেউ চেষ্টা করে সেই আসন পাচ্ছে না! আমরা তাদের জন্য আফসোস করতে পারি শুধু! জোর করতে পারি না! তাদেরকে জোর করা যায় না! তারা ধরাছোয়ার বাহিরে। \ \ \ ২০ মার্চ, ২০২৩\ ২রা চৈত্র, ১৮২৯\ \ [পুনশ্চঃ আমি তোমাদের ভালোবাসি]