Win or Lose?

Cover image

জিততে জিততে জীবনের জন্য হেরে যাওয়া যত সহজ হারতে হারতে জীবনের জন্য জিতা তত কঠিন! \ \ আমি জানি না, আমার শত বছর ধরে পরিচিত মুখগুলা কীভাবে নিজেদের পরিবর্তন করে জিতে যায়! \ আমি জানি না, তারা কেন জিততে জিততে হেরে যায়! \ \ আমি শুধু তাদের 'ভালো' চাই! যেভাবেই হোক,যখনই হোক! তাদের জন্য সাধ্যের মধ্যে সব করতে পারি। শুধু পারি না তাদের বুঝাতে!

যে ব্যক্তিদের ফোন নাম্বার এখনো মুখস্থ যেসব ব্যক্তিদের নাম্বার ভুলার আগে তারা আমাদের ভুলে যায়! কী অদ্ভুত না?!

তারা শুধু দায় দিতে পারে! দায় নিতে পারে না! যদিও তাদের দায় আছে! \ \ ভালো থাকো তোমরা। তোমাদের জন্য শুভকামনা!